Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

বাংলাদেশের মানচিত্রে ফেনী জেলার গৌরবময় ইতিহাস  ও ঐতিহ্যের স্বাক্ষী সাগরস্নত উপকলীয় উপজেলা সোনাগাজী। ধারনা করা হয় পলাশী যুদ্ধের পর ১৭৮০ খ্রিঃ থেকে ১৮০০ খ্রি  এর মাঝামাঝি সময নয়ন গাজী নামে জনৈক ব্যক্তি ইসলাম ধর্ম প্রচারের জন্য উপমহাদেশের পশ্চিম অংশ থেকে অত্র এলাকায় আগমন করেন। সোনাগাজী নামে তার এক ছেলে ধন সম্পদের অধিকারী হয়ে এ এলাকায় প্রভাব বিস্তার করেন। সমম্ভবত তার নাম অনুসারে অত্র উপজেলার নাম সোনাগাজী নামকরন করা হয়।